1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি : জেলাজুড়ে আনন্দ উদযাপন

  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় জেলাজুড়ে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রা শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জেলা কালেক্টরেট ভবন হতে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সহকারি কমিশনার নাহিদ হাসান খান-এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলী আমজাদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পিপি খায়রুল কবির রুমেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, সেলিনা আবেদীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা কৃষক লীগের নেতা আবুল কাদের শামছু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজজামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীনতার জন্য। তিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছিলেন একটা সোনার বাংলাদেশ গড়ার।
বক্তারা আরো বলেন, বিশ্বের সকল বড় বড় রাষ্ট্রনায়করা ভাষণ দিয়েছিলেন লিখিত। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন মন থেকে। তার এই ভাষণকে আজ ‘বিশ্ব ঐতিহ্য দলিল’ হিসেবে স্বীকৃতি পেয়ে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আজকে আমাদের আনন্দদের দিন। তাই আমরা সবাই আজ একত্রিত হয়েছি। রেসকোর্স ময়দানে যে রকমভাবে মানুষের সমাগত হয়েছিল ঠিক এইভাবে জুবিলী মাঠে জেলার আপামর মানুষ সমবেত হয়েছেন।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার কন্যা শেখ হাসিনাকে অনেকবার হত্যার ছক কষা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে আমরা খুব দ্রুত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সক্ষম হব।


আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক, বক্তৃতা ও রিয়েলিটি কুইজ শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় উপজেলাগুলোতে আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
ধর্মপাশা :
ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
দ.সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও আব্দুল মজিদ কলেজের প্রভাষক নুর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি’র ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, মৎস্য কর্মকর্তা সীমর কুমার সাহা, হ্যাচারি কর্মকর্তা অশোক কুমার দাস, প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মনসুরুল হক, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, জেলা কৃষকলীগ সদস্য মো. শিব্বির আহমদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি জুবেল মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন প্রমুখ।

আনন্দ শোভাযাত্রার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, উপজেলা সমবায় বিভাগ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কাউট দল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর :
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। কর্মসূচিতে অংশগ্রহণ করেন পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয়, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মুনির হোসেন, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুর রহমান, ব্লাস্ট’র ফজলুল করিম প্রমুখ।

দিরাই :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্বীকৃতিতে দিরাইয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার সকালে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজদ্দৌলা তালুকদার, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, শিক্ষক নেতা রতি রঞ্জন দাস, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ।
জগন্নাথপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় জগন্নাথপুরে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ শোভাযাত্রা, চলচ্চিত্র প্রদর্শন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, যুক্তরাজ্য আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক প্রতিনিধি রমেন্দ্র কুমার গোপ, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শাহ নিজামুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন শিক্ষক গণেশ চক্রবর্তী।
এ সময় পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দিপাল, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ সহ দলীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-সম্পাদক ফিরোজ আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শাহ নিজামুল করিম, পৌর আ.লীগ নেতা শুকুর আলী ভূইয়া, ইউনুছ মিয়া, আপ্তাব উদ্দিন, পাখি মিয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম রিপন, যুগ্ম-সম্পাদক এনামুল হক, কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা রমজান আলী, মামুন আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সুজিত কুমার দেব, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সহ-সভাপতি আজমল হোসেন মিঠু, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রোয়েল মিয়া, সহ-সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com