স্টাফ রিপোর্টার ::
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের সপ্তম ম্যাচে বিশ্বম্ভরপুর থানাকে ৬ – ১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ছাতক থানা। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ফুটবল ম্যাচের ৩৭ মিনিটেই গোল করেন ছাতক থানার ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহেল। খেলার দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ছাতকের হয়ে আবারো গোল করেন ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মেজি। পরবর্তীতে মেজি আরো ২টি গোল করে তার হ্যাট্রিক পূর্ণ করেন। তাছাড়া ছাতক থানার হয়ে ৬৩ মিনিটে গোল করেন ১৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় হাসান ও ৭৪ মিনিটে আরেকটি গোল করেন ছাতক থানার ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহেল। বিশ্বম্ভরপুর থানার হয়ে ৯০ মিনিটে একমাত্র গোল করেন ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মিলন। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভারত চন্দ্র গৌরব, লিয়ন, আলমগীর কবির ও আতাউর রহমান।
১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টের অষ্টম ম্যাচে আজ সোমবার দক্ষিণ সুনামগঞ্জ থানার মুখোমুখি হবে দিরাই থানা।