স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল ও টাকা বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনিয়নের অস্থায়ী কার্যালয় গণিগঞ্জ থেকে এ কর্মসূচির চাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
উপকারভোগী প্রত্যেককে মাথাপিছু ৩০ কেজি চাল ও নগদ ৫শত টাকা হারে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর রশিদ।
ইউপি সচিব মীরা চন্দ জানান, উপকারভোগী ১৫৬৬ জন ও কৃষি কার্ডধারী ১৯০ জন মিলে মোট ১ হাজার ৭৫৬ জনের মধ্যে কর্মসূচির চাল ও টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণপর্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল আবেদীন, কয়সর মিয়া, আক্কাছ মিয়া, দুলাল মিয়া, ইলিয়াছ মিয়া, মো. তাজুল ইসলাম, অরবিন্দু দাশ, মহিলা সদস্যা মাহবুবা বেগম, খায়রুন নেছা, মজিবুল নেছাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।