স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় একই স্থানে বিএনপি’র বিবদমান দুই পক্ষ সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলার গোলকপুর বাজার ও আশপাশের এলাকায় আজ সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ আদেশ সংশ্লিষ্ট এলাকায় জানানো হয়।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় গোলকপুর বাজারে বিএনপি’র জেলা কমিটির সাবেক সভাপতি নজির হোসেন-এর সভাপতিত্বে সদস্য সংগ্রহের সভা আহ্বান করা হয়। অপরদিকে ডা. রফিকুল ইসলাম চৌধুরী’র গ্রুপের উপজেলা ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও জনসভা আহ্বান করা হয়। একই স্থানে দুই গ্রুপের কর্মসূচি আহ্বান করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ধর্মপাশা থানার অফিসার ইনচার্জের আবেদনের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।