দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কৃষকদের সুবিধার্থে কৃষি সহায়তা বিতরণের স্থান পরিবর্তনের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে গতকাল রোববার ওই ইউনিয়নের ১০-১২টি গ্রামের শতাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, ইউনিয়নের বকশিপুর, কালিয়ার কাপন, জগদল, আটবাড় বড়বাড়ি, বড়কাপন, কালধর গ্রামসহ ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ১০-১২টি গ্রামের মানুষকে বর্তমানে নির্ধারিত স্থান বড় নগদীপুরস্থ ইউপি চেয়ারম্যানের বাড়ি। ওই স্থানে যেতে নৌপথে প্রায় ৪০ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে ৫-৬ ঘণ্টা। এছাড়া নৌকাভাড়া গুনতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের। অসহায় কৃষকদের কথা চিন্তা করে সহায়তা প্রদানের স্থান ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদে বা দিরাই সদরের কোনো জায়গায় থেকে বিতরণ করার জন্য আবেদন জানানাে হয়।
এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, বিতরণ কমিটির আগামী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।