স্টাফ রিপোর্টার ::
চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রতিভার লড়াইয়ে সেরা ২০ জনের একজন সুনামগঞ্জের রাকিবা ইসলাম ঐশী। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে এ শিল্পীর একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় রাকিবা ইসলাম ঐশীকে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় আরো সামনে এগিয়ে নিতে সকলের সমর্থন ও ভোট প্রত্যাশা করেন আয়োজকরা। নিজেকে হাওর অঞ্চলের মেয়ে হিসেবে প্রতিযোগিতায় উপস্থাপন করতে পেরে নিজেও গর্বিত বলে উল্লেখ করেন ঐশী। তিনি সকলের দোয়া-আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেন। পাশাপাশি প্রতিযোগিতায় তাকে এগিয়ে নিতে ভোট চান ঐশী।
দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে একক সংগীতানুষ্ঠানের সূচনা করেন রাকিবা ইসলাম ঐশী। পরে বিভিন্ন জনপ্রিয় গান কণ্ঠে তোলেন তিনি। এসময় দর্শক সারিতে ছিল মুগ্ধতা। দর্শকরা যেন চেনা গানের মূর্ছনায় খুঁজে ফিরেছিলেন ভালোলাগার মুহূর্তগুলো। এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। এছাড়াও সংগীত সন্ধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, অ্যাড. মতিউর রহমান পীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন প্রমুখ।
দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে রাকিবা ইসলাম ঐশী’র জীবন বৃত্তান্ত বর্ণনা করা হয়।