স্টাফ রিপোর্টার ::
‘বেসরকারি গ্রন্থাগার’ ব্যবস্থাপনা বিষয়ে জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন ধর্মপাশা উপজেলার কাহালা জনকল্যাণ পাঠাগারের সভাপতি ও লেখক সাংস্কৃতিক সংগঠক নিক্সন তালুকদার। সংস্কৃতি মন্ত্রণালয় ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাকারিকগণের ‘গ্রন্থাকার ব্যবস্থাপনা’ পাঠসেবার মানোন্নয়ন, নতুন পাঠক সৃষ্টি ও গ্রন্থাগারের আধুনিক প্রযুক্তির ব্যবহার’ বিষয়ে এই প্রশিক্ষণ পরিচালনা করে।
গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের বেসরকারি গ্রন্থাগারের সংশ্লিষ্টদের ঢাকায় এই প্রশিক্ষণ দেওয়া হয়। সুনামগঞ্জ জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে নিক্সন তালুকদার এই প্রশিক্ষণে অংশ নেন। দেশের বিশিষ্ট গ্রন্থাগারিকগণ এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন ডেপুটি সেক্রেটারি মো. নজরুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের ডেপুটি ডিরেক্টর সুহিতা সুলতানা প্রমুখ।