শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলা সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মুক্তারপুর গ্রামের ২০ ব্যক্তি স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই গ্রামের কিছু অসাধু লোক শ্মশানঘাটের ভূমি অবৈধভাবে দখল করে নিয়ে বন্দোবস্তও হাসিল করে নিয়েছে। বর্তমানে শবদেহ পোড়ানোর জন্য চুল্লির জায়গাটুকু মাত্র অবশিষ্ট রয়েছে। সার্বজনীন ও সামাজিক প্রতিষ্ঠান শ্মশানঘাটের জায়গা অবৈধ দখলমুক্ত করার জন্য মুক্তারপুর গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ শম্ভু দেবনাথের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্যার (ইউএনও) তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করবেন।