স্টাফ রিপোর্টার::
প্রতিবছরের ন্যায় এবারো সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর-হরিনাপাটি গ্রামের ক্রীড়ানুরাগীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন কর হয়। রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. ফজর আলী, সাবেক ফুটবলার সাংবাদিক রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবী মো. আব্দুল আলীম, ইউপি সদস্য মো. শহিদ মিয়া, মো. জহুরুল হক, রেফারি আবু তাহের, মো. তাজুদ আলী, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল খালিক, মো. মাসুক মিয়া, মো. রইছ আলী, ইউপি উদ্যোক্তা নুরুল হক তুহিন, মো. আব্দুর রশিদ প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. ফজর আলী জানান, এবারের টুর্নামেন্টে জেলার ৩২টি দল অংশ নেয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি ১টি সিঙ্গার এলইডি রঙিন টিভি এবং রানার্সআপ দলকে ১টি ২৬ ইঞ্চি রেঞ্জার বাইসাইকেল পুরস্কার দেয়া হবে।