সুনামগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
সুনামগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক তাঁর বক্তব্যে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং মামলায় দৃশ্যমান ত্রুটিসমূহ চিহ্নিত করে এগুলো নিরসনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচারকদের সততা ও নিষ্ঠার সাথে বিচারিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং মানুষের ন্যায় বিচার প্রাপ্তির নির্দেশনা প্রদান করেন। তিনি সম্মেলনে উপস্থিত সকলের উদ্দেশে আরও বলেন, যে সকলে স্ব স্ব দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করলে স্বল্পসময়ে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম হবে। তিনি বিচারপ্রার্থী জনগণকে ন্যায় বিচার প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক, অতিরিক্ত জেলা জজ প্রণয় কুমার দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, বিজিবি’র অধিনায়ক মেজর মো. শাহেদ মেহের, র্যাবের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, জেলা লিগ্যাল এইড অফিসার ঝলক রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবু আমর, সিনিয়র সহকারী জজ জালাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ সালেহ, সহকারী জজ মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী জজ ইসরাত জাহান, সহকারী জজ মো. খালেদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলার মো. মাসুদুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, সরকারী কৌঁসুলী অ্যাড. মর্ত্তুজা আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি