স্টাফ রিপোর্টার ::
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচে শাল্লা থানার সাথে ১ – ১ গোলে ড্র করেছে সুনামগঞ্জ সদর থানা।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬ মিনিটেই গোল করেন সুনামগঞ্জ সদর থানার ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রুবেল। সুনামগঞ্জ সদর থানা খেলায় প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে তাদের গোল হজম করতে হয়। শাল্লার থানার হয়ে গোল করে দলকে সমতায় ফিরান ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রানা। পরে নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচটি ড্র হয়।
উক্ত খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ, মনির হোসেন, আমিনুল ইসলাম, আশরাফুল আলম।
উল্লেখ্য, ক গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে সুনামগঞ্জ সদর থানা, দ্বিতীয় স্থানে রয়েছে শাল্লা থানা ও তৃতীয় স্থানে রয়েছে মধ্যনগর থানা।