স্টাফ রিপোর্টার ::
তৃণমূলের নারীদের প্রতিভাকে কাজে লাগিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে ও নারীর ক্ষমতায়নে কাজ করছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। এ সংগঠনের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্সের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে মেলা বসেছে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে গৃহভিত্তিক নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যপ্রদর্শনী ও বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারীদের উন্নয়নে সরকারের গৃহিত নানা পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন শাহানা রব্বানী। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে এবং যেগুলো বাস্তবায়ন করেছে অতীতের কোন সরকারের আমলে এমন কার্যক্রম বাস্তবায়িত হয়নি। সরকার চায় বাংলাদেশকে বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে তোলে ধরতে। আর এজন্য প্রয়োজন সকল উন্নয়নমূলক কর্মকা- ও অর্থনৈতিক সাবলম্বিতায় পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণ। নারী-পুরুষের সমান পরিশ্রমই পারে বাংলাদেশকে আরো উন্নত রাষ্ট্রে পরিণত করতে। বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এমপি শামছুন নাহার বেগম আরো বলেন, নারী উদ্যোক্তারা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে আজকে বাংলাদেশের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনার মধ্য দিয়ে সুনাম ধরে রেখেছেন। কাজেই নারীকে এগিয়ে আসতে হবে, তাদেরকে উৎসাহও দিতে হবে, তবেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।
সভায় স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী, বিশিষ্ট সাংবাদিক লতিফুর রহমান রাজু ও উদীচী শিল্পীগোষ্ঠীর সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
আয়োজকদের তথ্যে, সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ছোটবড় ২০টি স্টলে নানা পণ্যসামগ্রী সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে ভিড় করেছিলেন ক্রেতা ও দর্শনার্থীরা।