জগন্নাথপুর প্রতিনিধি ::
দৈনিক সিলেট বাণী’র প্রতিষ্ঠাতা সম্পাদক জাহিরুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে জগন্নাথপুর থানা মসজিদে দৈনিক সিলেট বাণী পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়ার উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সিলেট বাণী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাহিরুল হক চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল করিম ফারুকী। এ সময় জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, কায়েমুল ইসলাম, এসআই ফাত্তাহ, ব্যবসায়ী হাজী শাহজাহান ফিরোজ তালুকদার, আবদুল মতিন, হাবিবুর রহমান, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।