জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় আইন মন্ত্রণায়ের নির্দেশনায় শনিবার সুনামগঞ্জ জেলার জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ হতে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম-এর নেতৃত্বে র্যালিটি বের করা হয়। উক্ত র্যালিতে জেলা জজ আদালতের নাজির হিমাংশু রঞ্জন তালুকদার ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শফিকুল আলমসহ প্রায় আড়াইশত কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। – সংবাদ বিজ্ঞপ্তি