বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা সংসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের জামাইপাড়াস্থ কার্যালয়ে ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যাবলি’ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সংসদের সহ-সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও কলেজ সংসদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. রইসুজ্জামান, জেলা সহ-সভাপতি নুরজাহান বেগম, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি সুকান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক মলয় চন্দ্র কর, জেলা সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, কলেজ ছাত্র ইউনিয়ন নেতা নিমাই সরকার, সাইফুল আহমদ, সচিন দাস, জয়ন্ত দাস, নাজনীন আক্তার, সুজিত দাশ, মনির হোসেন, সম্পা দাশ, তাহসিন আক্তার, দুর্জয় দাশ, পাপ্পু সরকার প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি