স্টাফ রিপোর্টার ::
হাওরের পানি বিলম্বে নামায় শঙ্কিত কৃষকদের বোরো সহায়তায় পানি নিষ্কাশনের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিক ৩০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া। এছাড়া জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামও তাঁর বক্তব্যে একই কথা জানিয়েছেন। আলোচনাস ভায় তারা জানান, হাওরাঞ্চলের নদ-নদী ভরাট হওয়ায় এখন হাওর ও নদীর পানির লেভেল সমান হয়ে গেছে। যে কারণে পানি বিলম্বে নামছে। তাছাড়া কয়েকটি হাওরে বেড়িবাঁধ ও অপ্রয়োজনীয় স্লুইসগেটের কারণেও পানি বিলম্বে নামছে বলে তারা জানান। এই অবস্থায় কৃষকদের সহায়তায় পানি নিষ্কাশনের জন্য তাৎক্ষণিক এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউসে ‘বন্যা পরবর্তী হাওররক্ষা বাঁধ মেরামত ও সংরক্ষণ বিষয়ে আলোচনা সভায়’ সুধীজনকে বিষয়টি অবগত করেন।