স্টাফ রিপোর্টার ::
কাজের স্বচ্ছতার জন্য ২০১৭-২০১৮ অর্থ বছরের হাওরে ফসলরক্ষা বাঁধের কাবিটা প্রকল্পের কাজের তথ্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি তথ্য বাতায়নে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এই তথ্য বাতায়ন থেকে সহজেই প্রতিটি ইউনিয়নের বরাদ্দ ও প্রকল্প সম্পর্কে অবগত হতে পারবেন স্থানীয় কৃষকরা। কাজে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে সেজন্য প্রতিটি প্রকল্পের সাইনবোর্ড টাঙানো হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউসে ‘বন্যা পরবর্তী হাওররক্ষা বাঁধ মেরামত ও সংরক্ষণ বিষয়ে আলোচনা সভায়’ এসব কথা বলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।