ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে সায়েম মিয়া (৩৫) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোণা গ্রামে।
ধর্মপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, উপজেলার জারারকোণা গ্রামের সায়েম মিয়ার বিরুদ্ধে নৌকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় এতোদিন তিনি পলাতক ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিনই তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।