1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

সুনামকণ্ঠ ডেস্ক ::
বিনম্র শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণ করেছে সুনামগঞ্জবাসী। এবারের শোক দিবসে দাবি জানানো হয়, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির দ- কার্যকরের।
শোকাবহ এ দিনটিতে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধা জানান আপামর মানুষ।
জেলা কালেক্টরেট ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা। এছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
জেলা কৃষক লীগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরে শোক র‌্যালি করেছেন জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা কৃষক লীগের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উকিলপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
শোক র‌্যালি ও পুষ্পস্তবক অপর্ণকালে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জুনেদ আহমদ, গৌতম বণিক, বিন্দু তালুকদার ও ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখত বহলুল, জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য অরুণ চন্দ্র দে, মফিজুল হক, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, কামরুল হাসান চৌধুরী মোমেন, রফিকুল ইসলাম, মহিবুর রহমান, তারেক মিয়া, তাহের উদ্দিন, গোলাম আকরাম, মোবারক হোসেন, মনোয়ার হোসেন মনু, জোয়েদ হক, সালমা চৌধুরী, পারভীন আক্তার, রোকন উদ্দিন, জহিরুল হক, কামরুল হাসান কমল, কুতুব উদ্দিন প্রমুখ।
জেলা কর্মজীবী লীগ :
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কালীবাড়িস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. শাহিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নাজমুল হক, লিটন চন্দ্র সরকার, বাবলু চন্দ্র বণিক, মো. মোছাদ্দেক মিয়া, প্রাণগোপাল দত্ত, দপ্তর সম্পাদক আশুতোষ দাস, সাংগঠনিক সম্পাদক মো. নূর মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলার আওয়ামী কর্মজীবী লীগের সভাপতি ইজ্জত আলী, সাধারণ সম্পাদক মো. লিমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব, কর্মজীবী লীগ নেতা ফারুক আহমদ, স্বপন লাল ও নবীন বর্মণ প্রমুখ।
শাল্লা :
জাতীয় শোক দিবস উপলক্ষে শাল্লা উপজেলায় র‌্যালি, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, আ.লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার সকালে উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শাল্লা উপজেলা প্রেসক্লাব, মৎসজীবী সংগঠন, দলিল লিখক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ পৃথক র‌্যালি উপজেলা সদরে বের করে। পরে দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর বক্তাগণ আলোকপাত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা অ্যাড. অবনী মোহন দাস, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আজিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা কেএম রেজাউল হক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্ম ও কর্মজীবন বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
তাহিরপুর :
তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো, উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা নানা কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকালে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক রঞ্জু মুখার্জি, যুবলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, মৎস্যজীবী লীগ আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় মঙ্গলবার বিকেলে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলী মর্তূজা, ইকবাল হোসেন তালুকদার, হাজী জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুসেন বর্মণ, মৎস্যজীবী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা যুব মহিলা লীগ আহ্বায়ক আইরিন আক্তার, ছাত্রলীগ নেতা রাজন চন্দ প্রমুখ।
অপরদিকে, মঙ্গলবার সকালে উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, শোকর‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল মল্লিক, ইউপি যুবলীগ সভাপতি সেলিম হায়দার, সহ-সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমুখ।
বাদাঘাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুজাহিদ উদ্দিন আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী, মুক্তিযোদ্ধা হাজী আবু বকর সিদ্দিক, ডা. তাজুল ইসলাম, আব্দুস শহীদ তালুকদার, শফি উদ্দিন মাস্টার, আ. ছাত্তার, ওয়াহাব আলী, নুর মিয়া, ছায়েদ মিয়া, ইউনুছ মিয়া, আসাদ মিয়া প্রমুখ।
দিরাই :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিরাই উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ শেষে শোকর‌্যালি বের করা হয়। পরে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন, মুক্তিযোদ্ধা কানাই লাল রায়, শিক্ষক নেতা বিশ্বজিৎ চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহমদ। গীতাপাঠ করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতি রঞ্জন দাস।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে শোক র‌্যালি বের করা হয়। পরে দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার।
পৌর যুবলীগের সাধারণ স¤পাদক জুয়েল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সাংগঠনিক স¤পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় প্রমুখ।
মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে ইসলামি ফাউন্ডেশন দিরাই পৌরসভার উদ্যোগে উপজেলা এতিমখানায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা নোমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহমদ, মাওলানা সুয়েল আহমদ, মাওলানা রজব আলী, মাওলানা সিরাজ আহমদ প্রমুখ।
দোয়ারাবাজার :
দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের শাহজালাল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ আহ্বায়ক ফরিদ আহমদ তারেকের সভাপতিত্বে ও দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান, গুরুদাস দে, অ্যাড. আনোয়ার হোসেন, জাহান আলী, শেখ ফরিদ মো. ফরিদ মিয়া, আ.লীগ নেতা আফতির আলী, সারোয়ার পাশা, আব্দুল হাসিম, উপজেলা যুবলীগ নেতা রিয়াছত আলী, তোফায়েল আহমদ, আব্দুর রউফ, কাছন মিয়া, নোয়াব আলী, মজিবুর রহমান, কুদরত আলী, মিনহাজুল ইসলাম, আলামিন মৃদুল, মো. রফিক, আব্দুর রহিম, ক্বারী আব্দুল কুদ্দুছ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, হুমায়ুন প্রমুখ।
অপরদিকে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য একেএম আছকির মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সুরমা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, বগুলাবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চান, বাংলাবাজার ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, আ.লীগ নেতা সাবাজ আলী, কবির আহমদ, বাবুল মিয়া, জহিরুল ইসলাম, প্রিয়তোষ তোষ চন্ডি, মাওলানা আব্দুল হাফিজ, লেয়াকত আলী, শিব্বির আহমদ, দুর্জয় দেবনাথ, ডা. কবির আহমদ প্রমুখ।
ধর্মপাশা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্র্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার পৃথক পৃথক কর্মসূচি পালন করেছেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা ওইদিন সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করেন। পরে দুপুর ১২টায় স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ প্রমুখ।
অন্যদিকে, দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপর অংশের নেতাকর্মীরা ওইদিন সকাল ৮টায় উপজেলা সদরের পশ্চিমবাজারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয়, দলীয় ও কালো পাতাকা উত্তালন ও কালো ব্যাজ ধারণ শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীর। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধর্মপাশা সদর ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন প্রমুখ।
বিশ্বম্ভরপুর :
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও র‌্যালি করেছে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের অনুসারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিকের নেতৃত্বে উপজেলা স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে সন্তান কমান্ড কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অলিমান তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক মামুনুর রশিদ প্রমুখ।
ওইদিন সকালে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ অপর অংশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে উপজেলা সদরে শোক র‌্যালি বের করা হয়। বিকেলে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মাস্টার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মানিক, উপজেলা আ.লীগ কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম ও মোর্শেদ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবুল কালাম আযাদ, সাবেক সাধারণ সম্পাদক রুকন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক রনি, শ্রমিকলীগ নেতা আক্তারুজ্জামান মিরাস ও ফয়জুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নুরুল আলম সিদ্দিকী, জামাল হোসেন, পলাশ ইউপি কৃষকলীগ সভাপতি আব্দুল কাহার, ওয়ার্ড সভাপতি সিরাজ মিয়া, যুবলীগ নেতা আব্দুল মালেক, পলাশ যুবলীগ নেতা সৈকত আলম সবুজ, বাদাঘাট যুবলীগ নেতা ইকবাল হোসন, আব্দুল গণি, শামছুল আলম, মোস্তাক আহমদ, খোকন মিয়া, আলী হোসেন, সাজুল মিয়া, সলুকাবাদ ইউপি যুবলীগ নেতা হরলাল হাজং, এম.ফরহাদ জমির হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ।
বিশ্বম্ভরপুর যুবলীগ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগ সভাপতি খালেদ মাহমুদ তালুকদারের নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলা স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, যুবলীগ নেতা তানভীর আহমদ, নবী হোসেন, সাইফুল আলম, ফোরকান, নাজিম উদ্দিন, পারভেজ দুলাল, পলাশ ইউপি যুবলীগ সভাপতি আব্দুল্লাহ আল মতি সোহাগ, ধনপুর ইউপি যুবলীগ সভাপতি শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ :
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, হামদ-নাত পরিবেশন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বিমলাংশু রায়।
সোলেমান আহমদ ও মারুফা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, সহকারি অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক মোরারফ হোসেন ইমন, প্রভাষক শেখ এটিএম আজরফ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মো. মুজিবুর রহমান, সহকারি অধ্যাপক মো. আবদুল্লাহ, প্রভাষক সৃজন পুরকায়স্থ, প্রভাষক সসীম চন্দ্র সিংহ, প্রভাষক রেশমা আক্তার, প্রভাষক মো. মশিউর রহমান, প্রভাষক সুজিত চন্দ্র সরকার, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক শহীদুল্লাহ, প্রভাষক কুমুদ চন্দ্র শর্মা।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন আমজাদ হোসেন, ইসমাইল হোসেন, পারভেজ হাসান সৌরভ, সৈয়দা আছমা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান এবং গীতাপাঠ করেন পান্না রানী দে।
লালারগাঁও মজুমদারী সার্বজনীন শিব মন্দির :
জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও মজুমদারী সার্বজনীন শিব মন্দিরে গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গীতাপাঠ করেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শংকর বড়াল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ কার্যকরী সদস্য কালি কুমার দাস। বিধু দেবনাথের সঞ্চালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দাস, মক্তিযোদ্ধা নৃপেন্দ্র দেবনাথ, ইউপি সদস্য রতন চন্দ্র দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, দামোধর দেবনাথ, অরবিন্দু দেবনাথ, শুকচাঁন দেবনাথ, সুনীল বিশ্বাস, জ্যোতিষ দেবনাথ, শুকময় দেবনাথ, গৌরমনি দেবনাথ, রাশেন্দ্র দাস, নিকুঞ্জ পাল, দয়ানন্দ দেবনাথ, দিলীপ শর্মা প্রমুখ।
জামালগঞ্জ :
জামালগঞ্জে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, আ.লীগ নেতা কাজী আশরাফুজ্জামান, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী প্রমুখ।
অপরদিকে জামালগঞ্জ উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্থানীয় সাচনাবাজার আ.লীগের দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নবী হোসেনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি দ্বিজেন্দ্র লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আবদুল খালেক, ফেনারবাক ইউনিয়ন সভাপিত খোকন চৌধুরী, সাচনা বাজার ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, বেহেলীর সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম, ভীমখালির সভাপতি আক্তারুজ্জামান শাহ, দলীয় নেতা অসিত রায় চৌধুরী, শম্ভু আচার্য্য, বিপ্লব পাল, সাদেক আলী, তোতা মিয়া, বদিউজ্জামান, রইছ মিয়া প্রমুখ।
এছাড়া জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে জামালগঞ্জ উপজেলা যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ আয়োজন করে শোকসভা ও কাঙালি ভোজের। উপজেলা যুবলীগ আহ্বায়ক আবুল খায়ের-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান ইফসুফ আল-আজাদ।
আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আল আজাদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসেম, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগ সদস্য সায়েম পাঠান, সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু তাহের, মানিক মিয়া, আ.লীগ নেতা সুব্রত পুরকায়স্থ, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম আলমগীর, স্বাধীন তালুকদার, মুক্তার হোসেন, ভীমখালী ইউনিয়নের যুবলীগ সভাপতি বাবুল মিয়া প্রমুখ।
উপজেলার নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ইউপি চেয়ারম্যান রজব আলীসহ সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছাতক :
ছাতকে আওয়ামী লীগের বিবদমান এমপি ও মেয়র গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথকভাবে পালন করেছে।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপ শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও শহরে বিশাল শোক র‌্যালি বের করে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবরু মিয়া তালকদারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে আগত নেতা-কর্মীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের অপর অংশের উদ্যোগে এমপি মুহিবুর রহমান মানিক গ্রুপ উপজেলা মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগের অপরাংশের আহ্বায়ক ছানাউর রহমান ছানার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।
এছাড়া মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন প্রমুখ। পরে প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় বক্তব্য রাখেন এসপি সার্কেল দোলন মিয়া, সহকারি কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সহিদ হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, আইয়ূব করম আলী, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, মাস্টার কফিল উদ্দিন প্রমুখ।
মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাখন লাল শর্মা’র সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোছা. জাহানারা খানম, সুনামগঞ্জ সদর ইন্সট্রাক্টর সৈয়দ আহমদ শাহলান।
সভার শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়।
সম্পা তালুকদার ও রোকসানা ইয়াসমিন-এর যৌথ সঞ্চালনায় শোক দিবসের তাৎপর্য উল্লেখ করে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. জাহানারা খানম, সুনামগঞ্জ সদর ইন্সট্রাক্টর সৈয়দ আহমদ শাহলান। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিটিএ সভাপতি শিব্বির আহমদ ও ফরিদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com