1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দেশের অগ্রগতির লক্ষ্যে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই : এমপি মুহিবুর রহমান মানিক

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭

হামিদুর রহমান বাবলু ::
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। সরকার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের অনেক উন্নয়ন কার্যক্রম বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে। এ সরকারের সময়েই ছাতক-দোয়ারাবাসী কাক্সিক্ষত উন্নয়ন পেয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বার-বার শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে দেশের সকল এলাকায় আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অতীতের সকল নির্বাচনে যুবলীগের অবদান অপরিসীম। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে যুবলীগকে মাঠে কাজ করতে বলেন তিনি।
রোববার দুপুরে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের একটি কনভেনশন হলে ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন।
কালারুকা ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সাদাত লাহিন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, গয়াছ আহমদ, মুরাদ হোসেন, আব্দুল মছব্বির, দোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী রানা, সাবেক চেয়ারম্যান আরজক আলী, ফজর উদ্দিন, আ.লীগ নেতা হাবিবুর রহমান মশরফ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ.লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, সদরুল ইসলাম মেম্বার, গিয়াস উদ্দিন, হাজী আব্দুল করিম মেম্বার, মাফিজ আলী, আব্দুল খালিক, ফারুক আহমদ সরকুম, জিতু মিয়া, আব্দুল করিম, রফিকুল ইসলাম কিরণ, রশিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়।
বক্তব্য রাখেন আ.লীগ নেতা ছাদেক আহমদ সাবু, সাব্বির আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু আহমদ রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম তালুকদার, উপজেলা যুবলীগ নেতা ওবায়দুর রউফ বাবলু, হারুন মিয়া, আবু বক্কর রাজা, দিলোয়ার মাহমুদ বক্স জুয়েল, বিমান ঘোষ, এম লায়েক মিয়া, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, পৌর যুবলীগের আহ্বায়ক সুহেল মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা ফজলু মিয়া মেম্বার, আকল আলী মেম্বার, কবির মিয়া মেম্বার, ইঞ্জিনিয়ার মামুন আহমদ, সাবেক মেম্বার মামুন আহমদ, সাব্বির আহমদ, সেলিম মিয়া, আলী হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, ছাদির মিয়া, বিশ্বজিৎ ঘোষ বিশ্ব, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন রাজু প্রমুখ।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সালাম ও পবিত্র গীতাপাঠ করেন অ্যাড. শংকর দেব। সম্মেলন শেষে ইউপি সদস্য ফজলু মিয়াকে সভাপতি, সাব্বির আহমদ হৃদয়কে সাধারণ সম্পাদক ও আকল আলী মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে কালারুকা ইউনিয়ন যুবলীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com