1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জেলাজুড়ে প্রাথমিক শিক্ষা বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭

সুনামকণ্ঠ ডেস্ক ::
‘একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী উন্নত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলাজুড়ে শিক্ষা বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে (এক ঘণ্টায়) সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় ১ হাজার ৪৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সদর উপজেলা :
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোছাম্মৎ জাহানারা খানম, সহকারী শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া, গীতা রানী সরকার, মো.এনামুল হক মোল্লা, মো. মোস্তাফিজুর রহমান, অফিস সহকারি বিপ্লব চন্দ্র রায় প্রমুখ।
কালীপুর প্রাথমিক বিদ্যালয় :
শহরের কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শামীম আহমদ, সহ-সভাপতি জিলুরা বেগম, প্রধান শিক্ষিকা গীতশ্রী রায়, সহকারি শিক্ষিকা সুব্রতা রাণী রায়, সাজেদা আক্তার, সুমি দেব, দপ্তরি কবির আহমদ।
দক্ষিণ সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল বারেক, বিশ্বজিৎ সাহা, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, শিক্ষা অফিসের উচ্চমান সহকারি নিত্য গোপাল দাস, হিসাব সহকারি নজরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ। পরে রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৯৭টি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
তাহিরপুর :
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের উত্তরপূর্ব প্রান্তে জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের চারপাশ হাওরের পানিতে ডুবে থাকলেও ভেসে থাকা সামান্য আঙিনায় রোববার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহ নিয়ে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা। ওইদিন টাঙ্গুয়ার হাওরপাড়ে অবস্থিত জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শনির হাওরপাড়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দিরাই :
দিরাই উপজেলার কুলঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন জাতের চারা রোপণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুজাহিদ চৌধুরী, সহকারি শিক্ষিকা চম্পা বেগম, সুবর্ণা দাস, মনি রানী, সালেহা বেগম ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।
জগন্নাথপুর :
জগন্নাথপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার উপজেলার ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন জাতের মোট ৬০০টি গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে গাছের চারাগুলোকে নিরাপদ রাখতে বেষ্টনী দেয়া হয়েছে। এ সময় জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ধর্মপাশা :
ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার দুপুরে ১৩টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। একইদিন একই সময়ে উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে এ জাতীয় বৃক্ষের চারা রোপণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের লিখিত নির্দেশ পেয়ে এ উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০২জন শিক্ষক, ২৪জন দপ্তরি ও উপজেলা শিক্ষা কার্যালয়ের ছয়জন কর্মকর্তা কর্মচারীসহ আমরা সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশে প্রত্যেকেই একটি করে বৃক্ষ লাগানোর কার্যক্রম সম্পন্ন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com