1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ছাতকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত

  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০১৭

ছাতক প্রতিনিধি ::
ছাতকে উপজেলার ৮টি এলাকায় কৃষি ক্লাব ও তথ্য পরামর্শ কেন্দ্র গঠন এবং ১৩টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা, আলমিরা, বই, ছবিসহ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের জন্য ১ লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ছাতক উপজেলা পরিষদের সমম্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খান, উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, প্রকৌশলী আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আওলাদ হোসেন মাস্টার, আবুল হাসনাত প্রমুখ।
কৃষি খাতকে আরো সমৃদ্ধ ও সহজতর করার লক্ষ্যে সভায় উপজেলা কৃষি অধিদপ্তর, নোয়ারাইবাজার, জাউয়াবাজার, চেচান বাজার, গোবিন্দগঞ্জ বাজার, সিরাজগঞ্জ বাজার, খরিদিচর বাজার ও মঈনপুর বাজারে কৃষি ক্লাব ও তথ্য পরামর্শ কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি কৃষি ক্লাব ও তথ্য পরামর্শ কেন্দ্র গঠনের বিপরীত ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়।
আগামী ১৭ জুলাই গোবিন্দগঞ্জ বাজার কৃষি ক্লাব ও তথ্য পরামর্শ কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন সিলেট বিভাগের সকল কৃষি কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পরে পর্যায়েক্রমে জুলাই মাসের মধ্যেই বাকি কৃষি ক্লাবগুলোও উদ্বোধন করা হবে বলে সভায় জানানো হয়।
এদিকে ১৩টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা, আলমিরা, বই, ছবিসহ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রত্যেক ইউনিয়নে ১৫ হাজার টাকা করে মোট ১লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যেই ইউনিয়নগুলোতে এসব কার্যক্রম সম্পন্ন করার জন্য ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com