1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

‘আ.লীগকে আ.লীগের প্রতিপক্ষ বানাবেন না’

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০১৭

সুনামকণ্ঠ ডেস্ক ::
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ‘দলীয় কোন্দল করে আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বানাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন, তার পক্ষে কাজ করতে হবে।’
রোববার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এ সময় সেতুমন্ত্রী আরও বলেছেন, ‘খাই-খাই ভাব কর্মীদের (আওয়ামী লীগ) মধ্যে নাই। তবে নেতা, মন্ত্রী, মন্ত্রীর ভাই, (তাদের) স্ত্রী, ভাইপো, পিএস, এপিএসদের মধ্যে রয়েছে।’
তিনি এসব বন্ধের আহবান জানিয়ে বলেছেন, ‘আপনার খাই-খাই মনোভাব পরিহার করেন। গুটি কয়েক লোকের অপকর্মের জন্য জন্য শেখ হাসিনার রাজনীতি প্রশ্নবিদ্ধ হতে পারে না।’
এ সময় বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘ঈদের পরে আন্দোলনের কি হলো? আট বছরেও তারা আন্দোলন করতে পারেনি। বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং আগামী নির্বাচনেও ব্যর্থ হবে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ৪টি নির্দেশনা দিয়েছেন। যার অন্যতম প্রধান হচ্ছে তৃণমূলে থাকা অসুস্থ, অসহায় ও অসচ্ছল কর্মীদের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া। এখন ঢাকায় ৫০ জনের মতো কর্মীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘যেসব এলাকায় দলীয়, নিজস্ব বা ভাড়া অফিস আছে এবং যেসব এলাকায় নিজস্ব অফিস নেই সে তালিকা কেন্দ্রে পাঠাতে হবে। ওয়ার্ড পর্যন্ত এ তথ্য সংগ্রহ করতে হবে। নির্বাচন কেন্দ্র এলাকায় নির্বাচনি কমিটি গঠন করতে হবে। এ কমিটিতে শিক্ষিত ও বয়স্কদের প্রাধান্য দিতে হবে। এরা দলীয় কোনও নেতা হবে না। তবে অবশ্যই দলীয় কর্মী সমর্থক হতে হবে। এরাই কেন্দ্র ভিত্তিক দলের নির্বাচন পরিচালনায় ভূমিকা রাখবে। গ্রামে গ্রামে নির্বাচন কেন্দ্রভিত্তিক উঠান বৈঠক আয়োজন করতে হবে।’
সেতুমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, ‘মোটরসাইকেলে ৩ জন নয়, হেলমেটসহ ২ জন চড়তে হবে। ছোটদেরকে মোটরসাইকেলে নেওয়া বন্ধ করতে হবে। ইয়াবাকে না বলতে হবে। ইয়াবা তরুণদেরকে নষ্ট করছে।’
নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণই হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রেবিন্দু। তাই আপনারা গ্রামে গ্রামে যান, মানুষের ভালোবাসা অর্জন করুন। এটাই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার শিক্ষা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com