1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুনামগঞ্জ বিএনপি : ‘সংস্কারপন্থী’ নজির হোসেনের দলে ফেরা নিয়ে উত্তেজনা

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০১৭

বিশেষ প্রতিনিধি ::
‘প্রথম সারির সংস্করপন্থী’ হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজির হোসেনের বিএনপিতে ফেরা নিয়ে তার পক্ষ-বিপক্ষের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ওয়ান ইলেভেনের সময় থেকে দলের বাইরে থাকার পর সম্প্রতি দলের চেয়ারপার্সনের দলীয় কর্মকা- সক্রিয় হওয়ার নির্দেশ পেয়ে গতকাল শুক্রবার প্রথম সুনামগঞ্জে আসেন তিনি।
ওইদিন বিকেল ৩টার দিকে নজির হোসেন শহরে প্রবেশ করলে তার বিরুদ্ধে শহরে বিক্ষোভ প্রদর্শন ও মোটরসাইকেল মহড়া দেন চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী নূরুল ইসলাম নূরুলের সমর্থকরা। আছপিয়া-নূরুল সমর্থক জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নজির হোসেনের ওয়াপদা রোডের বাসার পাশ দিয়ে মোটরসাইকেল মহড়া করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সময় নজির হোসেনকে স্বাগত জানাতে বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক’শ নেতা-কর্মীদের তার বাসায় অবস্থান করছিলেন। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এদিকে, আছপিয়া-নূরুল গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংস্কারপন্থী নজির হোসেনের স্থান সুনামগঞ্জ জেলা বিএনপিতে হবে না। তার আগমনের খবর পেয়ে বাসার সম্মুখে গিয়ে বিক্ষোভ করেছি আমরা। কিন্তু আমাদের আসার খবর পেয়ে তার সমর্থকরা বাসার ভেতর পালিয়ে গেছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজির হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদর বিএনপি’র আহ্বায়ক আকবর আলী, বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদ, যুবদল নেতা মমিনুল হক কালাচান, আরমানুল সিদ্দিকী রাসেল, হাফিজুর ইসলাম রাজু, দীপক আহমদ, সায়েম আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদল নেতা নূর জালাল মন্টি, পাবেল আহমদ, শ্যামল, উবায়দুল ইসলাম, মুহিম আহমদ, হুসিয়ার, ফারুক, আবু সালেহ, রাহুল প্রমুখ
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলে বিকাল ৫টা নিজ বাসার সম্মুখে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নজির হোসেন। এ সময় তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া চেয়ারপার্সন আমাকে দলে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। আমি তাঁর নির্দেশ পেয়ে সুনামগঞ্জে এসেছি। এটা অন্তর্দ্বন্দ্বের সময় নয়, দলকে শক্তিশালী করে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করা সময়।’
তিনি বলেন, ‘জেলা বিএনপি অনেকগুলো গ্রুপ সক্রিয়। দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে মিলে চেষ্টা করতে এই গ্রুপিং কিভাবে নিরসন করা যায়।’
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা নাদির আহমদ, রেজাউল হক, রাখাব উদ্দিন, মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল হক প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া ও জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র নেতৃত্বে দ্বিধাবিভক্ত। কেন্দ্র থেকে যে কোন সময় ঘোষণা হতে পারে জেলা কমিটি। এই পরিস্থিতিতে নজির হোসেনের দলে ফেরা জেলা বিএনপির গ্রুপিংয়ের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com