1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সময় এসেছে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরার : ভাষা রেহনুমা

  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

হাওর এলাকা সুনামগঞ্জ। প্রকৃতির অপার করা সৌন্দর্য্য যেন এই অঞ্চলের মানুষের মনকেও সহজ-সরল করে তুলেছে। ভাটি বাংলার মানুষ আমরা জানিনা কেন প্রকৃতি প্রতিনিয়ত আমাদের সাথে খেলা করে। সহজ-সরল মানুষেরা প্রকৃতিকে যেমন করে বিশ্বাস করে, তেমনি বিশ্বাস করে যারা প্রতিবারই আশ্বাস দেয়- ‘সামনের বছর আর এমনটি হবে না’। যারা আশ্বাস দেয়, পরের বছর চাষী তোমার আর কড়া সুদের টাকা গুনতে হবেনা, গোলাভরা ধান তুমি আবার ঘরে তুলবে…। অথচ এরাই সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা, মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার টাকা নামে মাত্র খরচ করে নিজের পকেট ভারি করে। মানববন্ধন, ফেসবুক স্ট্যাটাস, নিউজ করেই না শুধু… এইবার সময় এসেছে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরার। সরকারের এতোগুলো টাকার পাই টু পাই হিসাব দিতে হবে সংশ্লিষ্টদের।
সারাজীবন শুনে এসেছি মন্ত্রী আর এমপিরা নাকি টাকা ভাগ করে খান। তবে আমি এটাও বলতে চাই- থলের বেড়ালটা এবার অন্য কোথাও বাঁধা পড়েছে। একটু খোঁজ করুন একে একে সব বেরিয়ে আসবে।
আমি জানি হাওরপাড়ের মানুষ আমরা সহজ-সরল আর বড় মন আমাদের হাওরের মতোই। কিন্তু একবার যদি এরা জেগে উঠে হাওরের উত্তাল জলধারার মতো তাদের দমানো যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com