1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

তাহিরপুরে ৫ হাজার হেক্টর ফসল তলিয়েছে : ঝুঁকিতে শনি ও মাটিয়ান হাওর

  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

সাজ্জাদ হোসেন শাহ্ ::
তাহিরপুর উপজেলার ৫টি ইউনিয়নের ছোট-বড় ১৫টি হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। উপজেলার সবচেয়ে বড় হাওর শনি ও মাটিয়ান রয়েছে ঝুঁকিতে। যেকোন সময় পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায়, বাঁধ নির্মাণে পাউবো ও ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতির কারণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার চারটি ইউনিয়নের ছোট বড় ১৫টি হাওরের ৫ হাজার হেক্টর বোরো জমির ফসল। হাওরগুলো হচ্ছে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোহালিয়া, গলগলিয়া, নোয়াহাল, কলমা, উলান, উত্তর শ্রীপুর ইউনিয়নের লতিবপুর, গনিয়াকুড়ী, নাইন্দাবিল, উত্তর বড়দল ইউনিয়নের গোলাঘাট ও উত্তর বাদাঘাট ইউনিয়নের বলদার হাওর ও লোবার হাওরসহ ১৫টি।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, দক্ষিণ বড়দল, তাহিরপুর সদর ও বাদাঘাট ৫টি ইউনিয়নে হাওর রক্ষা বাঁধ রয়েছে ২৫টি। বাঁধগুলি হচ্ছে উত্তর শ্রীপুর ইউনিয়নের এরাইল্যাকোনা, গনিয়াকুড়ী, সংসা, লামারগুল. টানেরগুল, সন্ন্যাসী, বোয়ালমারা, নাইন্দা, কাজাকুড়া, পাঁচনাইল্যা, বৈঠাখালি, চুনখালি, গোলকখালি, তেরঘর, মাটিয়াইন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মহালিয়া, আলীপুর, মাহমুদপুর কম্পার্টমেন্ট, গোরমা, পানখালি, মানিকখিলা ও রাজধরপুর, দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি, চতুর্ভুজ, বড়দল মেশিনবাড়ি, তাহিরপুর সদর ইউনিয়নের লালুরগোয়ালা, নান্টুখালি, বাদাঘাট ইউনিয়নের দরুন্দ ও পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের সাহেবনগর ও জালখালি হাওর রক্ষা বাঁধসহ প্রায় ২৫টি বাঁধ। এসব বাঁধের মধ্যে আহাম্মখালী, মাটিয়ান, বোয়ালমারা, নান্টুখালি, লালুরগোয়ালা, সাহেবনগর হচ্ছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ।
দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন, ‘বাঁধ নির্মাণে অনিয়ম হয়েছে। এখন ঠিকাদার ও পাউবো’র কাউকেই খোঁজে পাওয়া যাচ্ছে না। বাঁধ রক্ষায় আমরা এলাকাবাসীকে নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান খসরুল আলম বলেন, ‘উপজেলার ছোট-বড় প্রায় ১৫টি হাওরের ফসল পানির নিচে তলিয়ে গেছে। এখন এলাকাবাসীকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি যে দু’টি হাওর রয়েছে সেটি রক্ষা করার জন্য।’
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম জানান, আমাদের হিসেব অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের ছোট-বড় মিলিয়ে ১৫টি হাওরের ৩ হাজার হেক্টর বোরো জমির ফসল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও ৫০ হেক্টর বোরো জমির ফসল বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে।’
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, ‘উপজেলার সবক’টি হাওর রক্ষা বাঁধের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এখন শনি ও মাটিয়ান হাওরই হাওরবাসীর একমাত্র ভরসা। উপজেলা প্রশাসন ও উপজেলার সর্বস্তরের লোকজনকে নিয়ে বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com