1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

স্টাফ রিপোর্টার ::
মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা ভোট প্রয়োগ করেন। এই নির্বাচনে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই পালন করে। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা সার্বিক সহযোগিতা করেন। বিকেলে প্রতিটি বিদ্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিচালনা করেন প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমান এবং এ.কে আজাদ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রভাতী শাখার প্রীতম কুমার দাশ এবং দিবা শাখার তৌফিক হায়দার রচি। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী দিবা শাখায় নির্বাচিতরা হলেন ১০ম শ্রেণির ছাত্র তাসিন হক (প্রাপ্ত ভোট ৩১০), ১০ম শ্রেণির সোহান পুরকায়স্থ (২৪০ ভোট), ৯ম শ্রেণির জাহিদুল রহমান অরভিল (২০২ ভোট), ৮ম শ্রেণির রিয়াজুল ইসলাম তানভীর (৩২৩ ভোট), ৯ম শ্রেণির ফারহান রহমান (১৯৩ ভোট), ৭ম শ্রেণির আয়মান ইসলাম প্রিয় (২৪১ ভোট), ৬ষ্ঠ শ্রেণির প্লাবন দাশ (২৩০ ভোট), ৬ষ্ঠ শ্রেণির শাহরিয়ার আহমেদ নাইফ (২২৭ ভোট)। প্রভাতী শাখার নির্বাচিতরা হলেন ১০ম শ্রেণির ছাত্র মাহাদি মোহাম্মদ (প্রাপ্ত ভোট ২৩৮), ১০ম শ্রেণির লিংকন তালুকদার রনি (২০৪ ভোট), ৯ম শ্রেণির আশরাফুল ইসলাম জহিন (১৯৬ ভোট), ৮ম শ্রেণির শাহরিয়ার ইসলাম সাকিব (২১০ ভোট), ৮ম শ্রেণির মীর জাওয়াদ হোসেন (১৮৫ ভোট), ৭ম শ্রেণির ইফতেখার চৌধুরী নাবিল (১৩৫ ভোট), ৬ষ্ঠ শ্রেণির শেখ আমিনুল ইসলাম রুহিত (১৭৯ ভোট) এবং ৬ষ্ঠ শ্রেণির মাহেদুল ইসলাম প্রিয়ম (১৩৮ ভোট)।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় :
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষণীয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন ১০ম শ্রেণির কারিমা আক্তার মাহি (প্রাপ্ত ভোট ৪৫১), ৯ম শ্রেণির আয়েশা আক্তার মাসুমা (৪৩১ ভোট), ৭ম শ্রেণির শ্রাবন্তী সরকার রিমি (৪১৪ ভোট), ৬ষ্ঠ শ্রেণির সাবিনা আক্তার (প্রাপ্ত ভোট ৪১২), ৮ম শ্রেণির মুন্নী আক্তার (৩৭১ ভোট), ৮ম শ্রেণির রোকেয়া আক্তার লিলি (৩৪১ ভোট), ১০ম শ্রেণির মিলি আক্তার (২৮১ ভোট), ৭ম শ্রেণির মারিয়াহ মুস্তারি দিশা (২৬৮ ভোট)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ১০ম শ্রেণির ছাত্রী ফারজানা ইয়াসমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা রহমান, সহকারি শিক্ষক শাহজাহান মিয়া এবং জামাল উদ্দিন।
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় :
উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেক শ্রেণি ও শাখা থেকে কেবিনেট সদস্য নির্বাচন করে। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ২৯ জন ছাত্র-ছাত্রী। তার মধ্যে নির্বাচিত হন ৮জন।
সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। স্কুলের ১১৩৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। উক্ত নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয় ৬ষ্ঠ শ্রেণির সাবিহা সুলতানা (লাকি), ৭ম শ্রেণির মো. সাকিব আহমদ, ৮ম শ্রেণির নুর মোহাম্মদ হোসেন ও মোছা. সাবিনা ইয়াছমিন, ৯ম শ্রেণির মো. রাসেল মিয়া ও মো. আবুল কালাম, ১০ম শ্রেণির মোছা. হাবিবা সুলতানা ও মো. হাইদুল ইসলাম।
তাহিরপুর :
বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আলী নুর, শিরিনা আক্তার, ৭ম শ্রেণির হালেমা আক্তার, নজরুল ইসলাম, ৮ম শ্রেণির মনির হোসেন, ৯ম শ্রেণির মাসুমা আক্তার, আবু বক্কর ছিদ্দিক, ১০ম শ্রেণির সেলেনা আক্তার, ব্রাহ্মণগাঁও আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ফাতেমা আক্তার সীমা, ৭ম শ্রেণির আবুল বাশার, ৮ম শ্রেণির কফিল উদ্দিন, মিজানুর রহমান, ৯ম শ্রেণির শামীম আহমেদ, মাহিন সিদ্দিকা, ১০ম শ্রেণির শাকিব আল হাসান, মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন। হাজী ইউনুছ আলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স্বপন মিয়া, ৭ম শ্রেণির মহিবুর রহমান মানিক, নয়ন তারা, ৮ম শ্রেণির তাসমিয়া জান্নাত কলি, আব্দুল গাফ্ফার, ৯ম শ্রেণির সোহাগ মিয়া, খাদিজা বেগম নির্বাচিত হয়েছেন।
এদিকে বাদাঘাট উত্তর ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ীরা হলেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র দেলোওয়ার শান্ত, নিশরাত জাহান উপমা, ৭ম শ্রেণির নুসরাত জাহান নওশীন, রতন মিয়া, ৮ম শ্রেণির সুবর্ণা আক্তার মুক্তা, সাজ্জাদ হোসেন আকাশ, ৯ম শ্রেণির মো. মাইনুদ্দিন, ১০ম শ্রেণির আঁখি রানী তালুকদার।
আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ফারজানা আক্তার, ৭ম শ্রেণির সোনিয়া আক্তার, চম্পা আক্তার, ৮ম শ্রেণির ফুলমালা আক্তার, রিয়া তালুকদার, ৯ম শ্রেণির আফিয়া আক্তার, ১০ম শ্রেণির রিমা আক্তার, ঝুপিয়া আক্তার নির্বাচিত হয়েছে।
লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচনে বিজয়ীরা হলেন ৬ষ্ঠ শ্রেণির সাকিব হোসেন, ৭ম শ্রেণির জেবা আতকিয়া জিনাত, জোনাকি আক্তার, ৮ম শ্রেণির মফিকুল ইসলাম, বিউটি আক্তার, ৯ম শ্রেণির শফিক আহমেদ, ১০ম শ্রেণির জোনাকী আক্তার, শামীম আহমদ।
দক্ষিণ বড়দল ইউনিয়নের হাজী এমএ জাহের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এমরান হোসেন, লুৎফা আক্তার, ৭ম শ্রেণির মাফিকুল ইসলাম, ৮ম শ্রেণির জলিল মিয়া, ৯ম শ্রেণির হারুনুর রশিদ, আজিজুল ইসলাম, ১০ম শ্রেণির তামান্না আক্তার স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচনে বিজয়ী হয়েছেন।
কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের নির্বাচিতরা হলেন ৬ষ্ঠ শ্রেণির আঁখি মনি, ৭ম শ্রেণির সাজিমুল হোসেন, লিজা আক্তার, ৮ম শ্রেণির গোলাম কিবরিয়া রবিউল আওয়াল, ৯ম শ্রেণির খাইরুল বাশার, শরুফা আক্তার, ১০ শ্রেণির সাজ্জাদুর রহমান, বড়দল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির আল বাহিদি তাহমিদ, ৭ম শ্রেণির সাঈদা আক্তার, ৮ম শ্রেণির নাঈমা আক্তার রিমা আক্তার, ৯ম শ্রেণির তাহমিনা আক্তার, রুমা আক্তার, ১০ম শ্রেণির পারমা আক্তার সানাউল হক।
উত্তর শ্রীপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির আশা মনি, ৭ম শ্রেণির বেলী আক্তার, আবু বকর, ৮ম শ্রেণির নজির হোসেন, রোমেনা আক্তার, ৯ম শ্রেণির শান্তা রানী দাস, হৃদয় মিয়া, ১০ শ্রেণির মুসা খাঁ, কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির আল জাবির, ৭ম শ্রেণির ইমন খাঁ, ৮ম শ্রেণির জিল্লুর রহমান, হুমায়ুন কবির, ৯ম শ্রেণির সুলতান আহমদ, রোকসানা আক্তার, ১০ম শ্রেণির মোছাব্বির আহমদ, শারমিন আক্তার, বাগলী (বীরেন্দ্রনগর) উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ফাহাদ হোসেন, ৭ম শ্রেণির সুলমান, ৮ম তাসলিমা আক্তার, মাসুম বিল্লাহ, ৯ম শ্রেণির আবু সাঈদ, সুরুজ আলী, ১০ম শ্রেণির জান্নাতুল ফেরদৌস, রুহুল আমিন; বালিজুরী ইউনিয়নের বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির নিলিমা আক্তার, ৭ম শ্রেণির আলিমা আক্তার, ৮ম শ্রেণির শিলা আক্তার, হাসনা হেনা মনি, ৯ম শ্রেণির রাবিয়া আক্তার বুশরা, ওবায়দুর রহমান সৈকত, ১০ম শ্রেণির আফসানা আক্তার, হাছান মিয়া, দক্ষিণকূূল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির সুবর্ণা আক্তার বর্ষা, ৭ম শ্রেণির সুমাইয়া আক্তার মুন, আবু নাঈম জোহা, ৮ম শ্রেণির জাহাঙ্গীর আলম, ৯ম শ্রেণির বৃষ্টি আক্তার, মিনহাজ উদ্দিন, ১০ম শ্রেণির তায়্যিবা আক্তার, শান্ত তহবিলদার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেঘনা আক্তার, রাহাত হোসেন, ৭ম শ্রেণির ইমা তালুকদার, ৮ম শ্রেণির সৌরভী জাহান, ৯ম শ্রেণির তাহমিদা আক্তার, সিমা আক্তার, ১০ম শ্রেণির মিফতা আক্তার ঊর্মী, রিয়াদ আহমদ; তাহিরপুর সদরের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মাসুম আহমদ, নাহিদ হাসান, ৭ম শ্রেণির সুলেমান রাজু, ৮ম শ্রেণির উপমা মিমি, আবু আয়ূব আনসারী, ৯ম শ্রেণির শুভ চন্দ, মুন আক্তার, ১০ম শ্রেণির মো. রাব্বি মিয়া; দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহজালাল (র.) জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির হাফিজুর রহমান, ৭ম শ্রেণির ডলি আক্তার, ৮ম শ্রেণির আলিমা আক্তার, সুইটি আক্তার, ৯ম শ্রেণির রোমান আহমেদ, ইশরাত জাহান নোহা, ১০ম শ্রেণির জাকারিয়া আহমেদ, রোমানা আক্তার স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ী হয়েছেন।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ ১৮টি বিদ্যালয়ের নির্বাচনের ফলাফল প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেছেন, বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় কেন নির্বাচন হয়নি তা পরে খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com