1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মহিলা পরিষদের তথ্য : এ বছর জেলায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৬টি

  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

মোসাইদ রাহাত ::
চলতি বছরে সুনামগঞ্জে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৬টি। বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখা এ তথ্য জানিয়েছে। এর মধ্যে বিচার প্রক্রিয়ায় আদালতে আছে ৬টি মামলা। তাছাড়া ৭০টি ঘটনার মামলা নিষ্পত্তি করেছে সংগঠনটি।
বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার তথ্য মতে, এ বছরের জানুয়ারি মাসে যৌতুকের জন্য নির্যাতিত হয়েছেন ৭জন, সম্পত্তির কারণে একজন এবং পারিবারিকভাবে শারীরিক নির্যাতনের হয়েছেন একজন নারী। ফেব্রুয়ারি মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ছয় জন, সম্পত্তির কারণে একজন, পারিবারিকভাবে নির্যাতিত হয়েছেন ৪জন নারী।
মার্চ মাসে নির্যাতনের ঘটনা ঘটেছে ৮টি। এর মধ্যে যৌতুকের কারণে একজন নারী নির্যাতিত হয়েছেন। এছাড়া সামাজিক কারণে ২জন, পারিবারিকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৬ জন নারী।
এপ্রিল মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ২জন নারী। এছাড়া ধর্ষণের শিকার হয়েছেন একজন এবং সামাজিক কারণে আরো একজন নারী নির্যাতনের শিকার হয়েছেন।
চলতি বছরের মে মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছিলেন ৫জন। ধর্ষণের শিকার হয়েছেন ১জন এবং পারিবারিকভাবে ১জন ও সামাজিক কারণে নির্যাতিত হয়েছেন আরো ১ জন নারী।
জুন মাসে নির্যাতনের শিকার হয়েছেন ৮ জন নারী। এর মধ্যে যৌতুকের কারণে ৬জন এবং পারিবারিক কারণে শারীরিকভাবে দু’জন নারী নির্যাতিত হয়েছেন।
জুলাই মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৪জন, পারিবারিকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪জন।
আগস্ট মাসে যৌতুকের কারণে ১০জন ও পারিবারিকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন নারী। সেপ্টেম্বর মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ২জন, পারিবারিকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১ জন নারী। অক্টোবর মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৫জন, পারিবারিক কারণে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন ৫জন নারী।
নভেম্বর মাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজন, যৌতুকের কারণে ৫জন এবং পারিবারিক কারণে শারীরিকভাবে ৮ জন নারী নির্যাতিত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে ৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালে সুনামগঞ্জে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল ১১৩টি। আর এ বছরের ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ তথ্য মতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৯৬টি।
বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য বলেন, গত বছরের তুলনায় এই বছর নারী নির্যাতনের ঘটনা কম হয়েছে। তবে যৌতুকের কারণে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। কোনো নারী যাতে নির্যাতনের শিকার না হন এজন্য সকলকে সোচ্চার হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com