1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জেলা কৃষি বিভাগ : জনবল সংকটে কার্যক্রম ব্যাহত : অর্ধেকেরও বেশি পদ শূন্য

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

মো. আমিনুল ইসলাম ::
তীব্র জনবল সংকটে ভুগছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যার ফলে কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত সহায়তা ও সময়মত প্রশিক্ষণ পাচ্ছেন না কৃষকরা।
জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মঞ্জুরিকৃত ৪৪৩টি পদের মধ্যে লোকবল রয়েছে মাত্র ১৮৫টি পদে। বাকি ২৫৮টি পদই রয়েছে খালি। এর মধ্যে উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ ১১টি পদেই লোকবল না থাকায় অনেকটাই খুঁড়িয়ে চলছে কৃষি বিভাগের কার্যক্রম।
উপজেলা পর্যায়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে মঞ্জুরিকৃত ১১জনের মধ্যে একজনও না থাকার খালি রয়েছে ১১টি পদই। ১১টি উপজেলার মধ্যে একটি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা পদে কোন লোকবল নেই। বাকি ১০টিতে এ পদে কর্মকর্তা থাকলেও অতিরিক্ত কৃষি কর্মকর্তা না থাকায় তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
অন্যদিকে, উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা(গ্রেড-৯) মঞ্জুরিকৃত ২২টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৬জন। বাকি ১৬টি পদ রয়েছে শূন্য। বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের মধ্যে মঞ্জুরিকৃত ৪৯টি পদের মধ্যে ২৮টি পদেই কোন কর্মকর্তা নেই।
এসব ছাড়াও, উপজেলা পর্যায়ের কৃষি প্রকৌশলী মঞ্জুরিকৃত ১টি পদের মধ্যে দীর্ঘদিন ধরেই নেই লোকবল। সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (গ্রেড-১০) ১১টি পদের মধ্যে আছেন মাত্র ১জন। বাকি ১০টি পদই রয়েছে দীর্ঘদিন ধরে শূন্য।
উপ সহকারি কৃষি কর্মকর্তা পদে ২৬৩জনের মধ্যে ১৫৮জনই নেই। কর্মরত রয়েছেন মাত্র ১০৭জন। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পদে ১১জনের মধ্যে রয়েছেন ৯জন। বাকি ২টি পদ রয়েছে খালি। প্রধান সহকারি মঞ্জুরিকৃত ১টি পদের মধ্যে দীর্ঘদিন ধরেই কেউ নেই। ব্যক্তিগত সহকারি মঞ্জুরিকৃত ২টি পদের ২টিই রয়েছে শূন্য। উচ্চমান সহকারি কাম হিসাব রক্ষক মঞ্জুরিকৃত ১১টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৩জন। বাকি ৮টি পদই দীর্ঘদিন যাবৎ রয়েছে খালি। গুদামরক্ষক ১টি পদের মধ্যে একটিই খালি রয়েছে। এসব ছাড়াও গুরুত্বপূর্ণ পদ অফিস সহকারি কাম মুদ্রক্ষরিক মঞ্জুরিকৃত ২৪টি পদের মধ্যে ১৪টি পদেই লোকবল নেই। এ পদে কর্মরত রয়েছেন মাত্র ১০জন। নেই ক্যাশিয়ার পদে কোন লোক। আর ড্রাইভার পদেও নেই কেউ। স্প্রেয়ার মেকানিক (এসএম) পদে ১১জনের মধ্যে ১০জন দিয়েই চালিয়ে নেয়া হচ্ছে কার্যক্রম। সব মিলিয়ে ৩য় শ্রেণির মঞ্জুরিকৃত ৩৩৩টি পদের মধ্যে ১৮৮টি পদই রয়েছে খালি।
কৃষি বিভাগের চতুর্থশ্রেণির কর্মচারী মঞ্জুরিকৃত ৪৯টি পদের মধ্যে ২৮টি পদ শূন্য। এসব পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপত্তা প্রহরী মঞ্জুরিকৃত ২৪টি পদের মধ্যে ১৭ পদেই কোন লোকবল নেই।
কৃষি বিভাগের মতে, দীর্ঘদিন ধরেই বিভাগটির প্রায় অর্ধেক জনবলও না থাকার কারণে কৃষকদেরকে কাক্সিক্ষত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কোন কোন ক্ষেত্রে অবস্থা এমনই নাজুক যে কোন কোন ইউনিয়নে কৃষি বিভাগের একজন লোকবলও নেই। এমতাবস্থায় নির্ধারিত কাজের চেয়েও দ্বিগুণ কাজ করতে হচ্ছে অন্যান্য কর্মকর্তাদের। নিজের এলাকার বাইরে গিয়েও কাজ করছেন অনেক কৃষি কর্মকর্তা। এ সংকট দ্রুত কাটিয়ে উঠতে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার লিখিতভাবে জানানো হলেও মিলছেনা কার্যকর কোন সমাধান।
বিশ্বম্ভরপুরের কৃষক সালেক মিয়া বলেন, ‘আমরা যে ফসল করি তার সবটাই আমরার কাম। সারাদিন মাঠে পরিশ্রম করি। কৃষি বিভাগের লোক মাঠে আসেনা। মাঝেমধ্যে কোন একটা ক্ষেতে যায়, প্রজেক্টের সাইনবোর্ড লাগাইয়া ওইটাতেই খালি কাম করে আর আমরা নিজেরাই ফসল করি। এমনও এলাকা আছে যেইখানে কৃষি অফিসের লোক বছরেও একবার যায়না। এমনে হইলে আমরার আর কি উপকার হইলো?
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক বলেন, ‘জনবল সংকটে আমাদের কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হচ্ছি। এ সংকট তীব্র আকার ধারণ করেছে। আমি অনেকবার বিষয়টির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগত করেছি। আমরা আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com