দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার করিমপুর ইউনিয়ন পরিষদ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে দিরাই পৌর শহরের বিএডিসি’র করিমপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ইউপি এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও ব্র্যাকের এসএলজি রফিকুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, ইউপি সদস্য রুবেল মিয়া, জুয়েল মিয়া, জাবির নূর, মারফত উদ্দিন, এওয়ার হোসেন, আজিজুর রহমান, সেলু বেগম, মালতি দাস, রিমা চৌধুরী, মুফতি ফয়সল আহমদ, সাংবাদিক আব্দুল বাছির প্রমুখ।