দিরাই প্রতিনিধি ::
টানটান উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে দিরাই জাগরণী ¯েপার্টিং ক্লাবকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে সাকিতপুর সানরাইজ ¯েপার্টিং ক্লাব। মঙ্গলবার বিকেলে দিরাই বালুর মাঠে দিরাই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এ দুই দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র থাকলে টাইব্রেকারে ৩-২ গোলে সাইরাইজ জয় লাভ করে। সাইরাইজের গোল কিপার আনহার এই ম্যাচে নৈপুণ্য দেখান।