স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এবং সদর উপজেলা পরিষদের অর্থায়নে বাদ্যযন্ত্র তবলা ও হারমোনিয়াম বিতরণ করা হয়। এ উপলক্ষে রোববার সকালে সদর উপজেলা হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা পরিষদ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মানিক মিয়া প্রমুখ।
বাদ্যযন্ত্র তবলা ও হারমোনিয়ামপ্রাপ্ত বিদ্যালয়গুলো হচ্ছে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুসেন বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।