তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ সাবেক ইউপি সদস্য মুর্শেদ মিয়া (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের (কাঁশতাল) চরগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর সীমান্ত এলাকা থেকে বস্তাভর্তি মদের চালান নিয়ে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জালালপুর-ভাগগাঁও কার্লভাটের নিকট থেকে ৪০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নাম্বার ওয়ান ১শ’ ৮০এমএল মদ মুর্শেদকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি মদ ফেলে মুর্শেদ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
এ ব্যাপারে এএসআই ফরহাদ আলী বাদী হয়ে মুর্শেদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।