ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে পড়–য়া এক কলেজ ছাত্রী (১৮) কে অপহরণের অভিযোগে গত শনিবার রাতে মধ্যনগর থানায় মামলা দায়ের হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের রহিম উদ্দিন ফকিরের ছেলে মুক্তার হোসেন (১৯)সহ ছয়জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেন।
মামলার এজাহার ও ছাত্রীটির পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ওই ছাত্রীটি মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। ওইদিন সকাল ৯টার দিকে ছাত্রীটি মধ্যনগর বাজারের মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনের সড়কে গেলে উপজেলার চামরদানী গ্রামের মুক্তার হোসেনের নেতৃত্বে ছয়জন ব্যক্তি সংঘবদ্ধভাবে ছাত্রীটির গতিরোধ করে। তারা ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এক পর্যায়ে ছাত্রীটির মুখে কাপড় গোঁজে তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়।
ওই ছাত্রীর মা বলেন, আমার মেয়ে ওইদিন কলেজে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। আমরা মেয়েকে অনেক স্থানে খোঁজাখুঁজি করেও পাইনি। আমাদের মেয়েকে যারা অপহরণ করে নিয়ে গেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে থানায় একটি অপহরণ মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অপহৃত হওয়া ওই কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছি। ঘটনার তদন্ত চলছে।