দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
রোববার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক সোহেল আহমদ মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক শামীম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভাপতি আলাউদ্দিন, সাধারণ স¤পাদক হাবীবুল্লাহ হেলালী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক ফারুক আহমদ, হারুন অর রশীদ, অর্থ স¤পাদক ফয়জুল হক রানা, সহ সাংগঠনিক স¤পাদক আল আমিন, প্রচার স¤পাদক আশিস রহমান, দফতর স¤পাদক জাহিদ হাসান, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।