তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে শ্রমিকলীগের কর্মী সমাবেশ, আলোচনা সভা ও অটোরিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শতাধিক অটোরিকশা নিয়ে র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
তাহিরপুর উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জী, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমদ, ইজিবাইক মালিক শ্রমিক পরিবহন লীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহ্বায়ক বাবুল গাঙ্গুলী। সভা শেষে তাহিরপুর ইজিবাইক মালিক শ্রমিক পরিবহন লীগের একটি কমিটি ঘোষণা করা হয়।