তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন-এর পক্ষে প্রতিটি মন্দিরে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন নেতৃবৃন্দ।
রোববার দিনব্যাপী উপজেলার মধ্য তাহিরপুর কলাহাটি দুর্গা মন্দির, সূর্য্যরেগাঁও, টাকাটুকিয়া, জামলাবাজ, পন্ডুপসহ বিভিন্ন দুর্গামন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য মোজাম্মেল হোসেন রুকন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জী, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগ নেতা আবু ছাদাক তিতাস, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, রাজন চন্দ, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, মিজানুর রহমান মিজান, শ্রমিকলীগ নেতা আক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক কবিন্দ্র চন্দ্র।