আগামী মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর (আছিমনগর মোকাম বাড়ি) গ্রামে সাধক কবি পীরে কামেল হযরত শাহ আছিম আলী (র.) এর বার্ষিক ওরস মোবারক শুরু হচ্ছে। এতে আছিম শাহের সকল ভক্ত আশেকানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আছিম শাহ মাজারের খাদেম শাহ কুতুব আলী। সংবাদ বিজ্ঞপ্তি