ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে বাংলাদেশ কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ অক্টোবর জামালগঞ্জ সদর ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার বিকেলে উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আমজাদ।
যুগ্ম আহ্বায়ক মো. শামছুল আলমের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আবু তাহের তালুকদার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, মো. জালাল মিয়া, কৃষকলীগ নেতা শিরিনা বেগম, কৃষকলীগ সদস্য মো. জহুর মিয়া, খোরশেদ আলম ভূঁইয়া, রিয়াসত আলী প্রমুখ।