স্টাফ রিপোর্টার ::
কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টার ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাসীম, কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান নসরু, কে.সি.সি ক্রিকেট ক্লাবের উপদেষ্টা আব্দুস সামাদ নানু, দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল রহমান সোহেল, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, আসপুল হক জনি, স্টার ক্লাবের সভাপতি মো. মাহফুজ বিল্লাহ, সাধারণ সম্পাদক সুজয় পাশী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবের আহমেদ রাহুল, বিশাল, শান্ত, রুহান, দুর্জয়, সুজন, ইমন্তি, ইপতি, সিপাত, অয়ন প্রমুখ।