সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি। কার্যকরী সমিতির এক সভা হতে এ দাবি জানানো হয়। একই সাথে খাদিজার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে সংগঠনটি।
সমিতির সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক কাসমির রেজা’র পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সমিতির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। একই সাথে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভার তারিখ ৫ নভেম্বর থেকে পিছিয়ে ৯ ডিসেম্বরে পুনঃনির্ধারিত হয়।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন, ফয়সল রাজা চৌধুরী, মোহাম্মদ হেকিম উদ্দিন, অ্যাড. আশিক আলী, পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, অ্যাড. আলাউদ্দিন, গোলাম আজাদ, অ্যাড. সৈয়দ কাওছার আহমদ, মখলিছুর রহমান পারভেজ, অ্যাড. আকবর হোসেন, সুয়েব আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। আগামী ৬ই নভেম্বর সমিতির কার্যকরী কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।