ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা কলেজ প্রতিষ্ঠার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার সকালে উদ্যাপিত হয়েছে। বংশীকুন্ডা কলেজ চত্বরে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ওইদিন সকালে এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বংশীকুন্ডা কলেজের নির্বাহী কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, কলেজের দাতা সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, প্রভাষক আব্দুর নূর, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, গণ্যমান্য ব্যক্তি শাহজাহান কবীর, সবুজ মিয়া, আনিসুল হক প্রমুখ। সভা শুরুর আগে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।