দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে শুক্রবার মনোনয়নপত্র বাছাইকালে ১০জন প্রার্থীর মধ্যে ৯জনের প্রার্থীতা বৈধ এবং স্বীয় পদের পদত্যাগপত্র জমা না দেয়ায় একজনের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তিনি হচ্ছেন ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪নং ওয়ার্ড সদস্য ফজলুর রহমান।
বৈধ প্রার্থীরা হচ্ছেন- আ.লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর উদ্দিন আহমদ, বিএনপি’র উপজেলা আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, মতক্কিন আলী ও শাখাওয়াত হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম ও আবুল কালাম আজাদ এবং আজিজুর রহমান (স্বতন্ত্র)। মনোনয়ন প্রত্যাহার ১৪ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৫ অক্টোবর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান একেএম আইয়ুবুর রহমান রহমানী দায়িত্ব গ্রহণের পূর্বে মারা গেলে নরসিংপুর ইউনিয়ন চেয়ারম্যানের পদটি শূন্য হয়।