স্টাফ রিপোর্টার :;
সুনামগঞ্জ শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়–য়া এক ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ছাত্রের নাম মাসুদুল আলম শরিফ। গত ৩ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে হাছননগর এলাকায় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালালে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার চেয়ে আহত ছাত্র মাসুদুল আলম শরিফের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে সম্প্রতি সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে উল্লেখ করা হয়, শহরের হাছননগর এলাকার নজরুলের ছেলে সাইদুল (২৮), ছমরু মিয়ার ছেলে আবুল হক (২০), আঙ্গুর মিয়ার ছেলে পয়লান খা (২৩), নুর আলীর ছেলে নজরুল (৫৫), ছমরু মিয়ার ছেলে সাইফুল হক (১৮), সাহেদ আলীর ছেলে বাবলু (২৮)সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন মিলে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এইচএমপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাসুদুল আলম শরীফের উপর হামলা চালায়। এর আগে দিনের বেলা ছোট ছেলে মেয়েদের ঝগড়াকে কেন্দ্র করে অভিযোগকারীর দোকানে ঢুকে ভাঙচুর করে হামলাকারীরা। এ সময় ওই ছাত্রের মা হালেমা বেগমকেও মারধর করা হয়। হালেমা বেগমকে রক্ষা করতে গিয়ে মামলার বাদী আব্দুর রশিদও হামলার শিকার হন। তাদেরকে ধারালো অস্ত্রাঘাতে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ব্যাপারে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’