শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শাল্লা থানার আয়োজনে ও অফিসার ইনচার্জ বজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক ও ২নং হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, ১নং আটগাঁও ইউপির চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, শ্যামা প্রসাদ দাশ প্রমুখ।
সভায় উপজেলার ২৬টি পূজামন্ডপ কমিটির সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।