স্টাফ রিপোর্টার ::
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ‘ছাত্রলীগ ক্যাডার’ বদরুল আলমের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত স্কয়ারের দিকে অগ্রসর হতে থাকলে কালীবাড়ি মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হয় মিছিলটি। এসময় সেখানেই এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রদল আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল নির্দেশিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বাকের, যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদল আহ্বায়ক সামছুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদল সভাপতি আজিজুর রহমান সৌরভ, সরকারি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা কালারচান, সোহেল মিয়া, সাজান মিয়া, আবুল কাশেম দুলু প্রমুখ।