দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি অভিনন্দন জানিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পৃথক পৃথক বিবৃতিতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জাতীয় কৃষকপার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা জাতীয় কৃষকপার্টির সভাপতি আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শিল্পপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, লেখক-গবেষক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতকের মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের (একাংশ) আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, উপজেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র আহ্বায়ক সামছুল হক নমু, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম আছকির মিয়া, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক, রোটারিয়ান নুরুল ইসলাম, সাবেক মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, সাংবাদিক গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন রনি, দোয়ারাবাজার উপজেলা তারেক পরিষদ নেতৃবৃন্দ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা জাতীয় ছাত্রসমাজের নেতৃবৃন্দ, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ, দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর নির্বাচনের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন দৈনিক যুগান্তর ও সিলেটের ডাক পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক সুনামকণ্ঠ ও মানবজমিন দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী।