দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোগলা রুছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিংবডির সভাপতি মিলন খাঁনের সভাপতিত্বে স্কুল শাখার শিক্ষক আহমদ আলীর ও প্রভাষক জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিংবডির সাবেক সভাপতি তৈয়ব আলী মাস্টার, সদস্য মো. সাইফুল ইসলাম, জাফর আলী খাঁন, রশিদুল ইসলাম পারভেজ, ছিদ্দিকুর রহমান, আবুল কাশেম, মজিবুর রহমান, দানেশ উদ্দিন ভুঁইয়া, লাভলী আক্তার, ইউপি সদস্য আহমদ আলী, মনিরুল ইসলাম, হাবীবুর রহমান বিল্লাল, ওয়াদুদ ভুঁইয়া, নুরজাহান বেগম প্রমুখ। সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীদের সফল মা’দেরকে মা সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।