সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচার হবেই বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কে কোন দল করে, তা দেখি না, দেখবো না। অপরাধী অপরাধীই, তার বিচার হবেই।’
জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত সোমবার সিলেটে খাদিজার ওপর হামলার পর বিচারের দাবিতে যখন সারা দেশ তার দ্রুত বিচারের দাবিতে সোচ্চার, তখন প্রধানমন্ত্রী সংসদে এই কথা বলেন।
খাদিজাকে কোপানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। মঙ্গলবার আক্রমণকারী বদরুলের বিরুদ্ধে মামলার পরদিন তিনি সিলেট আদালতে এই ঘটনার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। খাদিজা আশঙ্কাজনক অবস্থায় এখন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি।
বদরুল আলম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহস¤পাদক ছিলেন। তার এই কান্ডের পর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগেরও সমালোচনা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অপরাধীকে ধরেছি। এখানে দলীয় কোন্দল ছিল না। দলীয় কারণেও কেউ মারতে যায়নি।’ তিনি বলেন, ‘সে কেন এই কাজ করেছে সেটা পত্রিকায় এসেছে, সে প্রেম নিবেদন করেছে, সাড়া না পেয়ে হত্যা করতে চেয়েছে। তবে এ জন্য কি কাউকে হত্যা করতে হবে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘দলীয় লোক বলে কাউকে ছাড় দিচ্ছি না। যেই অপরাধ করুক না কেন, সে শাস্তি পাবে।’
খাদিজাকে কোপানোর সময় প্রত্যক্ষদর্শীরা কেন এগিয়ে এলো না সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। বলেন, কেন মানবিক মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে।