জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দ্বীপক কান্তি দিপাল ও যুবলীগ নেতা আলাল হোসেন রানার নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গ্রুপিং চলে আসছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের উদ্যোগে স্থানীয় কলকলিয়া বাজারে বিবদমান আ.লীগের গ্রুপিংয়ের অবসান হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান। পরে আগামী শনিবার কলকলিয়া বাজারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের আগমন উপলক্ষে বিবদমান গ্রুপের নেতাকর্মীরা একত্র হয়ে আনন্দ মিছিল বের করেন।